Abekta

Nothing human is alien to me

User Tools

Site Tools


লুমিনসিটি

কোনো এস্ট্রোনমিকেল অব্জেক্ট থেকে প্রতি সেকেন্ডে যে-পরিমাণ এনার্জি বের হয় তাই তার লুমিনসিটি; পাওয়ারের সাথে এর কোনো অমিল নাই। লাইট বাল্বের ক্ষমতা যেমন আমরা পাওয়ার দিয়ে হিসাব করি, ১০ ২০ বা ৩০ ওয়াটের বাল্ব বাজার থেকে কিনি, ঠিক সেভাবে আকাশের প্রতিটা তারার উজ্জ্বলতাও তার পাওয়ারের উপর নির্ভর করে। তবে এক্ষেত্রে দশ বিশ ওয়াটের বদলে আমাদেরকে বিলিয়ন বিলিয়ন ওয়াটের কথা ভাবতে হয়।

একটা অব্জেক্টের লুমিনসিটি সরাসরি বের করার কোনো উপায় নাই। এস্ট্রোনমাররা আসলে ফ্লাক্স মাপেন এবং সেই ফ্লাক্সের বিভিন্ন প্রপার্টি থেকে লুমিনসিটি হিসাব করেন। ফ্লাক্সের সাথে এপারেন্ট ম্যাগ্নিচুডের যেই সম্পর্ক লুমিনসিটির সাথে এবসলুট ম্যাগ্নিচুডের সেই সম্পর্ক।

uv/luminosity.txt · Last modified: 2023/10/21 07:19 by asad

Donate Powered by PHP Valid HTML5 Valid CSS Driven by DokuWiki