- English
- বাংলা
This is an old revision of the document!
ফ্লাক্স
কোনো এস্ট্রোনমিকেল অব্জেক্ট থেকে আমরা আমাদের টেলিস্কোপে প্রতি সেকেন্ডে প্রতি বর্গমিটার এরিয়াতে যে-পরিমাণ এনার্জি পাই তার নাম ফ্লাক্স। অনেক সময় একে ফ্লাক্স ডেন্সিটিও বলা হয় কিন্তু আমরা শুধু ‘ফ্লাক্স’ ইউজ করব। ফ্লাক্স
$$ F = \frac{E}{At} = \frac{L}{A} = \frac{L}{4\pi r^2} $$
যেখানে $E$ অব্জেক্ট থেকে আসা এনার্জি, $A$ আমাদের টেলিস্কোপের ডিটেক্টরের এরিয়া, আর $t$ সময়। অব্জেক্টের লুমিনসিটি $L=E/t$ আর $r$ হল দূরত্ব।
এস্ট্রোনমাররা ফ্লাক্স মাপেরন এবং ফ্লাক্স থেকে এপারেন্ট ম্যাগ্নিচুড হিসাব করেন। অনেক সময় ফ্লাক্সের প্যাটার্ন থেকে লুমিনসিটি বা এবসলুট ম্যাগ্নিচুডও বের করে ফেলা যায়, তবে লুমিনসিটি বের করার সবচেয়ে ভালো উপায় স্পেক্ট্রাল এনালাইসিস।
uv/flux.1697894385.txt.gz · Last modified: 2023/10/21 07:19 by asad