- English
- বাংলা
This is an old revision of the document!
লাগ্রাঞ্জ পয়েন্ট
কোনো তারার চারদিকে একটা গ্রহের অর্বিটের আশপাশে এমন পাঁচটা বিন্দু আছে যেখানে কোনো অব্জেক্ট বা স্পেসক্রাফট সুস্থির থাকতে পারে। আঠার শতকের ইতালিয়ান এস্ট্রোনমার জোসেফ-লুই লাগ্রাঞ্জের নামে এই পাঁচ বিন্দুর নাম রাখা হয়েছে লাগ্রাঞ্জ পয়েন্ট। এদেরকে $L_1$, $L_2$, $L_3$, $L_4$ ও $L_5$ হিসেবে লেখা হয়। নিচের ছবিতে সূর্যের চারদিকে পৃথিবীর অর্বিটের আশপাশের পাঁচ এল-পয়েন্ট দেখানো হয়েছে।
এই ফিগারের কন্টুরগুলো দিয়ে ইফেক্টিভ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল দেখানো হয়েছে যা তৈরি হয় একটা রোটেটিং রেফারেন্স ফ্রেমে তারার গ্র্যাভিটি আর গ্রহের সেন্ট্রিফিউগাল বলের ইন্টারেকশনের কারণে।
uv/lagrange-point.1698682656.txt.gz · Last modified: 2023/10/30 10:17 by asad