- English
- বাংলা
This is an old revision of the document!
স্পেড প্রগ্রামের সংবিধান
নিচে স্পেড (SPADE) প্রগ্রামের সংবিধান সংখ্যানুক্রমিকভাবে এমন বাংলায় লেখা হয়েছে যাতে এর অটোমেটিক গুগল অনুবাদ ইংলিশ স্ট্যাচুট হিসেবেও গ্রহণযোগ্য হয়।
১। স্পেড প্রগ্রামের নাম পাঁচ অক্ষরের ইংলিশ শব্দ SPADE, যার পূর্ণ রূপ ‘স্পেস এন্ড এস্ট্রোনমি ফর ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন’। নামটি ২০২৩ সালের ২৩ অক্টোবর বানানো হয়েছে বলে এই দিনটিকে স্পেডের প্রতিষ্ঠাদিন হিসাবে পালন করা হয়। ইয়ুথপ্রেনার নেটওয়ার্কের সদস্যদের সাথে মিলে এই প্রগ্রাম নির্মাণ করেছেন এস্ট্রোনমার খান আসাদ। প্রফেশনাল এস্ট্রোনমি স্পেডের উদ্দেশ্য নয়, এর লক্ষ্য প্রফেশনাল এস্ট্রোনমার ও স্পেস সায়েন্টিস্টদের সাহায্য নিয়ে জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বাইরে সবার কাছে পৌঁছে দেয়া। নিচের ২ ও ৩ এ স্পেডের ভিশন ও মিশনে এই ব্যাপারটা পরিষ্কার করা হয়েছে।
২। স্পেডের ভিশন:
৩। স্পেডের মিশন:
৩.১। এডুকেশন:
৩.২। ডেভেলপমেন্ট:
৩.৩। আউটরিচ:
৪। SPADE প্রগ্রামের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কাজ করতে পারে। আইইউবি’র এস্ট্রোনমি এন্ড রেডিও রিসার্চ গ্রুপ (ARGI) এর আওতায় দুই ধরনের কাজ করে: ‘এস্ট্রোনমি নাইট’ (৭) এবং ‘Durbin’ (৮)। ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক স্পেডের আওতায় পরিচালনা করে স্পেস কার্নিভাল (৯), বাংলাদেশ অলিম্পিয়াড অন এস্ট্রোনমি এন্ড এস্ট্রোফিজিক্স (১০), বাংলাদেশ স্পেস অলিম্পিয়াড (১১) এবং ‘নক্ষত্র’ (১২)। সুতরাং ‘SPADE IUB’ এবং ‘SPADE Youthpreneur’ এই দুটি নামও গ্রহণযোগ্য। তবে আইইউবির কাজে ইয়ুথপ্রেনার হেল্প করে এবং ইয়ুথপ্রেনারের কাজে আইইউবি হেল্প করে।
৫।
৬।
৭। এস্ট্রোনমি নাইট:
৮। Durbin:
৯। স্পেস কার্নিভাল:
১০। বাংলাদেশ অলিম্পিয়াড অন এস্ট্রোনমি এন্ড এস্ট্রোফিজিক্স:
১১। বাংলাদেশ স্পেস অলিম্পিয়াড:
১২। Nokkhotro: