Abekta

Nothing human is alien to me

User Tools

Site Tools


This is an old revision of the document!


বুদ্ধ

[অমাবস্যার রাতে তারার আলোতে যমুনা নদীর মাঝ দিয়ে ভেসে চলা ভেলায় বসে কথা বলছে উষা, দিবা, সন্ধ্যা ও নিশা।]

নিশা: এই রাত মিথ্যা, ঐ সব তারা মিথ্যা, এই নদী মিথ্যা, এই ভেলা মিথ্যা। সত্য কেবল বুদ্ধের চার সত্য।

সন্ধ্যা: বুদ্ধের সব ধারণা কি শুধু চার সত্যের মাধ্যমে ব্যাখ্যা করা যায়?

নিশা: চেষ্টা করতে দোষ কি! সত্য চারটা হলো: দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিরোধ আছে, নিরোধের উপায় আছে। চার সত্যের মূলে আছে চারটা শব্দ: দুঃখ, কারণ, নিরোধ, উপায়। প্রথম সত্য দিয়ে শুরু করি। জগতের মূলে আছে দুঃখ, জগৎ ও জীবন কেবল দুঃখের।

দিবা: আমার এটা সব সময়ই ভুল মনে হয়েছে। আমার জীবনে দুঃখের চেয়ে সুখ অনেক গুণ বেশি। জীবন দুঃখের এটা আমার পক্ষে মানা কোনোভাবেই সম্ভব না।

om/buddha.1733558943.txt.gz · Last modified: 2024/12/07 01:09 by asad

Donate Powered by PHP Valid HTML5 Valid CSS Driven by DokuWiki