Table of Contents
This is an old revision of the document!
বাইবেল
ইহুদি ও খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম বাইবেল। ইহুদি বাইবেলকে হিব্রু বাইবেল ডাকা হয় কারণ তা প্রথমে হিব্রু ভাষায় লেখা হয়েছিল। হিব্রু বাইবেলের যে অংশটা খ্রিস্টান বাইবেলে সংরক্ষিত আছে তার নাম ওল্ড টেস্টামেন্ট। কিং জেমসের সময় ১৬১১ সালে খ্রিস্টান বাইবেলের যে ইংলিশ অনুবাদ প্রকাশিত হয়েছিল তা যদি ১১৩৫ পৃষ্ঠায় আঁটানো হয়, তবে ওল্ড টেস্টামেন্ট তার ৮৭৪ পৃষ্ঠা দখল করে নেয়, অর্থাৎ খ্রিস্টান বাইবেলের ৭৭ শতাংশই হিব্রু বাইবেল থেকে সরাসরি নেয়া। তবে ওল্ড টেস্টামেন্টের অধ্যায়-বিন্যাস হিব্রু বাইবেল থেকে আলাদা।
হিব্রু বাইবেল
হিব্রু বাইবেলে মোট ২৪টি পুস্তক ভাগ করা তিন ভাগে: তোরাহ, নেভিম ও কেতুভিম। এর আরেক নাম ‘তানাখ’ যা বানানো হয়েছে প্রতি ভাগের নামের প্রথম অক্ষর দিয়ে। তোরাহ’র পাঁচটি পুস্তকের নাম জেনেসিস, এক্সোডাস, লেভিটিকাস, নাম্বার ও ডিউটারোনমি। এগুলোতে ইস্রাইলের ইতিহাস বলা হয়েছে গল্পের আদলে, সাথে আছে ইহুদিদের জন্য আইনকানুন। নেভিমে আছে নবীদের কাহিনি। প্রথম দিকের নবীদের এনেকডোট আছে জশুয়া, জাজেস, স্যামুয়েল ও কিংস পুস্তকে। পরের পুস্তকগুলোর বিষয় পরে আসা নবীরা। কেতুভিমে জায়গা পেয়েছে কবিতা, থিওলজি ও নাটক।
ভাগ | পুস্তক | হিব্রু নাম | ইংলিশ নাম | বিষয় |
---|---|---|---|---|
তোরাহ | ১ | বেরেশিত | জেনেসিস | |
২ | শেমোত | এক্সোডাস | ||
৩ | ভায়িক্রা | লেভিটিকাস | ||
৪ | বেমিদবার | নাম্বারস | ||
৫ | দেভারিম | ডিউটারোনমি | ||
নেভিম | ৬ | ইয়োশুয়া | জশুয়া | |
৭ | সফতিম | জাজেস | ||
৮ | শমুয়েল | স্যামুয়েল | ||
৯ | মেলাকিম | কিংস | ||
১০ | ইসাইয়াহু | আইজায়া | ||
১১ | ইরমেইয়াহু | জেরেমায়া | ||
১২ | ইয়েহেযেকেল | এজেকিল | ||
১৩ | ত্রেই আসার | দ্য টুয়েল্ভ | হোসিয়া, জোল, এমস, ওবাডিয়া, জোনাহ, মাইকা, নেহাম, হেবাকাক, জেফানিয়া, হেগাই, জাকারিয়া, মালাচি | |
কেতুভিম | ১৪ | তেহিলিম | সাল্মস | |
১৫ | মিশলে | প্রভার্বস | ||
১৬ | ইয়োব | জোব | ||
১৭ | সির হাসসিরিম | সং অফ সংস | ||
১৮ | রুথ | রুথ | ||
১৯ | ইকা | ল্যামেন্টেশনস | ||
২০ | কহেলেত | এক্লেসিয়াস্টিস | ||
২১ | ইস্টের | এস্টার | ||
২২ | দানিয়েল | ড্যানিয়েল | ||
২৩ | এজরা | এজরা | ||
২৪ | দিভ্রে হায়িয়ামিম | ক্রনিকলস |