Table of Contents
This is an old revision of the document!
বাইবেল
ইহুদি ও খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম বাইবেল। ইহুদি বাইবেলকে হিব্রু বাইবেল ডাকা হয় কারণ তা প্রথমে হিব্রু ভাষায় লেখা হয়েছিল। হিব্রু বাইবেলের যে অংশটা খ্রিস্টান বাইবেলে সংরক্ষিত আছে তার নাম ওল্ড টেস্টামেন্ট। কিং জেমসের সময় ১৬১১ সালে খ্রিস্টান বাইবেলের যে ইংলিশ অনুবাদ প্রকাশিত হয়েছিল তা যদি ১১৩৫ পৃষ্ঠায় আঁটানো হয়, তবে ওল্ড টেস্টামেন্ট তার ৮৭৪ পৃষ্ঠা দখল করে নেয়, অর্থাৎ খ্রিস্টান বাইবেলের ৭৭ শতাংশই হিব্রু বাইবেল থেকে সরাসরি নেয়া। তবে ওল্ড টেস্টামেন্টের অধ্যায়-বিন্যাস হিব্রু বাইবেল থেকে আলাদা।
হিব্রু বাইবেল
হিব্রু বাইবেলে মোট ২৪টি বুক ভাগ করা তিন ভাগে: তোরাহ, নেভিম ও কেতুভিম। এর আরেক নাম ‘তানাকাহ’ যা বানানো হয়েছে প্রতি ভাগের নামের প্রথম অক্ষর দিয়ে। তোরাহ’র পাঁচটি বুকের নাম জেনেসিস, এক্সোডাস, লেভিটিকাস, নাম্বার ও ডিউটারোনমি। এগুলোতে ইস্রাইলের ইতিহাস বলা হয়েছে গল্পের আদলে, সাথে আছে ইহুদিদের জন্য আইনকানুন। নেভিমে আছে নবীদের কাহিনি।