- English
- বাংলা
Table of Contents
This is an old revision of the document!
ইলেক্ট্রিক ড্রিফট
ম্যাগ্নেটিক ফিল্ডের মধ্যে চার্জড পার্টিকেল সার্কুলার পথে ঘোরে যদি তার বেগের কোনো কম্পোনেন্ট ফিল্ডের দিকে না থাকে। যদি ফিল্ডের দিকে কোনো কম্পোনেন্ট থাকে তাহলে তৈরি হয় হেলিকেল গতি, যার নাম ইলেক্ট্রোম্যাগ্নেটিক জাইরেশন। এই জাইরেশনের উপরে আবার থাকতে পারে ইলেক্ট্রিক ড্রিফট যদি ইলেক্ট্রিক ফিল্ড সময়ের সাথে পাল্টায় বা স্থানে ইউনিফর্ম না হয়। ড্রিফটের কারণে জাইরেট করতে থাকা পার্টিকেলের হেলিকেল পথ নির্দিষ্ট কোনো দিকে সরতে থাকে। আমরা ই-ক্রস-বি ড্রিফট (ক্রস-ফিল্ড ড্রিফট) আর পোলারাইজেশন ড্রিফট নিয়ে কথা বলব।
1. ই-ক্রস-বি ড্রিফট
ধরা যাক একটা চার্জ ম্যাগ্নেটিক ফিল্ডের মধ্যে জাইরেট করছে, এবং সেখানে একটা ইলেক্ট্রিক ফিল্ডও আছে। তাহলে তার গতির সমীকরণের দুইটা কম্পোনেন্ট আলাদা করে লেখা যায়: ম্যাগ্নেটিক ফিল্ডের প্যারালাল দিকে ও পার্পেন্ডিকুলার দিকে। প্যারালাল কম্পোনেন্ট
$$ m\dot{v}_\parallel = qE_\parallel $$
যার কারণে ম্যাগ্নেটিক ফিল্ড বরাবর একটা এক্সিলারেশন হবে। কিন্তু সৌরজগতের বেশির ভাগ প্লাজমায় ম্যাগ্নেটিক ফিল্ডের সাথে প্যারালাল ইলেক্ট্রিক ফিল্ড টিকিয়ে রাখা যায় না, কারণ ম্যাগ্নেটিক ফিল্ড লাইন বরাবর অনেক জোরে চলা ইলেক্ট্রন এই ইলেক্ট্রিক ফিল্ড বাতিল করে দেয়। পার্পেন্ডিকুলার কম্পোনেন্ট এক্স-এক্সিস বরাবর ধরে নিলে লিখা যায়
\begin{align*} & \dot{v}_x = \omega_g v_y + \frac{q}{m} E_x \\ & \dot{v}_y = - \omega_g v_x \end{align*}