Abekta

Nothing human is alien to me

User Tools

Site Tools


Differences

This shows you the differences between two versions of the page.

Link to this comparison view

Both sides previous revisionPrevious revision
Next revision
Previous revision
om:spinoza [2024/04/08 01:15] asadom:spinoza [2024/04/15 07:36] (current) asad
Line 1: Line 1:
 ====== স্পিনোজা ====== ====== স্পিনোজা ======
-স্পিনোজা ১৭--১৮ শতকে ইউরোপিয়ান এনলাইটেনমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দার্শনিক। তার প্রধান বই //এথিক্স// এবং //থিওলজিকেল-পলিটিকেল ট্রিটিজ//। 'এথিক্সে' তিনি ইউক্লিডের জ্যামিতিক মেথডে প্রমাণ করার চেষ্টা করেন যে গড আছেন এবং এই গডকে জানার চেষ্টা করাই মানুষের জন্য সর্বোত্তম গুড। তিন খণ্ডের প্রথটাতে বলেন, গড ও নেচার একই জিনিস, খোদা ও প্রকৃতি এক। গড বাস্তবতার ইউনিক অসীম অবশ্য-বিরাজমান সাবস্টেন্স। সাবস্টেন্স শুধু একটাই আছে, তা হলো গড+স্পিনোজা ১৭--১৮ শতকে ইউরোপিয়ান এনলাইটেনমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দার্শনিক। তার প্রধান বই 'থিওলজিকেল-পলিটিকেল ট্রিটিজ' (১৬৭০, নেদারল্যান্ড) এবং 'এথিক্স' (১৬৭৭, নেদারল্যান্ড)। 'এথিক্সে' তিনি ইউক্লিডের জ্যামিতিক মেথডে প্রমাণ করার চেষ্টা করেন যে গড আছেন এবং এই গডকে জানার চেষ্টা করাই মানুষের জন্য সর্বোত্তম গুড। তর মতে গড ও নেচার (খোদা ও প্রকৃতিএক।
  
-===== খোদা ও প্রকৃতি ===== +{{https://upload.wikimedia.org/wikipedia/commons/4/43/Spinoza_Nicolas_Dings_Zwanenburgwal_Amsterdam.JPG?nolink}}
-এরিস্টটলের মতে সাবস্টেন্স তাই যা অন্য কিছুর উপর নির্ভর করে না, আর এট্রিবিউট সাবস্টেন্সের উপর নির্ভরশীল। যেমন 'মানুষ' ধারণাটা অন্য কিছুর উপর নির্ভর করে না, তাই এটা সাবস্টেন্স। কিন্তু 'ওজন' সব সময় কিছু একটার ওজন, যে কিছু একটা হলো সাবস্টেন্স, তাই ওজন এক ধরনের এট্রিবিউট। দেকার্ত এর সাথে যোগ করেন, অসংখ্য সাবস্টেন্সের অসংখ্য পরিবর্তনশীল প্রপার্টি থাকলেও একটা প্রপার্টি কখনো পাল্টায় নাএকটা সাবস্টেন্স দেহ হলে তার থাকে ব্যাপ্তি আর মন হলে থাকে চিন্তা। ব্যাপ্তি ছাড়া যেমন দেহ হয় না তেমনি চিন্তা ছাড়া মন হয় না। ব্যাপ্তির জন্য স্থান লাগে, চিন্তার জন্য লাগে না। দেকার্ত সাবস্টেন্সের এই দুই প্রধান বৈশিষ্ট্যকে বলেছিলেন এট্রিবিউট, আর পরিবর্তনশীল অন্য সব বৈশিষ্ট্যকে বলেছিলেন এই দুই এট্রিবিউটের মোড। দেকার্তের গড এক অসীম চিন্তা-সাবস্টেন্স, অন্য সব চিন্তা-সাবস্টেন্স ও ব্যাপ্তি-সাবস্টেন্স যার সৃষ্টি। স্পিনোজা অসংখ্য সাবস্টেন্সের এই ধারণা বাতিল করে বলেছিলেন, সাবস্টেন্স একটাই, তার নাম গড।+
  
-স্পিনোজার সাবস্টেন্স অন্য কিছুর উপর নির্ভর করে না, অস্তিত্বের জন্যও না, ভাবনার জন্যও না। ব্যাপ্তি ও চিন্তা সাবস্টেন্সের এট্রিবিউট বা প্রধান বৈশিষ্ট্য। অস্তিত্বের দিক দিয়ে সাবস্টেন্স ও এট্রিবিউটের কোনো পার্থক্য নাই, দুইটা একই জিনিস, একসাথে থাকে। এট্রিবিউটহীন সাবস্টেন্স নাই, সাবস্টেন্সহীন এট্রিবিউট নাই। কিন্তু ভাবনার দিক দিয়ে এদের পার্থক্য আছে। আমরা সাবস্টেন্সকে তার এট্রিবিউট থেকে আলাদাভাবে ভাবতে পারি, যদিও তারা বাস্তবে এক। মোড হলো জেনারেল এট্রিবিউটের স্পেশাল এক্সপ্রেশন। মনের সব চিন্তা হলো আমার চিন্তা-এট্রিবিউটের মোড, সব কিছুর দেহ হলো ব্যাপ্তি-এট্রিবিউটের মোড। একটা এট্রিবিউটের অসংখ্য মোড থাকতে পারে। মোড হচ্ছে সাবস্টেন্স-এট্রিবিউটের বিরাজ করার নির্দিষ্ট ধরন। আমরা সাবস্টেন্সকে রব, এট্রিবিউটকে গুণ, আর মোডকে রূপ বলতে ারিন থেকে তাই বলব। অস্তিত্ব ও ভাবনা দই দিক থেকেই রপের আে দ্রব্য-গুণ। প্রকিতে দ্ব্য-গুণ-প ছাড়া আর কিছু না। কারণ া কোো কার্য হয় না, আর যেকোনো ার্ের জ্ঞান মানেই তার কারের জ্ঞান। নিিলের সবকিছু ার কার্, নিিল জানা াবে কেবল দি তার কারণ খোদাকে জানা যা। 'এথিক্সেরপ্রম ্ডের সব প্রপজিশন আগে দো াক।+===== এথিক্স ১: খোদা ও প্রকৃতি ===== 
 +'এথিক্সের' প্রথম খণ্ডে স্পিনোজা খোদার সংজ্ঞা দেন, অস্তিত্ব প্রমাণ করেন ও প্রকৃতি বিশ্লেষণ করেন। এটা বুঝতে হলে এরিস্টটল থেকে দেকার্ত পর্যন্ত ইউরোপিয়ান দর্শনে সাবস্টেন্স, এট্রিবিউট ও মোডের অর্থ বুঝতে হবে। এরিস্টটলের মতে সাবস্টেন্স তাই যা অন্য কিছুর উপর নির্ভর করে না, আর এট্রিবিউট সাবস্টেন্সের উপর নির্ভরশীল। যেমন 'মানুষ' ধারণাটা অন্য কিছুর উপর নির্ভর করে না, তাই এটা সাবস্টেন্স। কিন্তু 'ওজন' সব সময় কিছু একটার ওজন, যে কিছু একটা হলো সাবস্টেন্স, তাই ওজন এক ধরনের এট্রিবিউট। দেকার্ত এর সাথে যোগ করেন, অসংখ্য সাবস্টেন্সের অসংখ্য পরিবর্তনশীল প্রপার্টি থাকলেও একটা প্রপার্টি কখনো পাল্টায় না: একটা সাবস্টেন্স দেহ হলে তার থাকে ব্যাপ্তি আর মন হলে থাকে চিন্তা। ব্যাপ্তি ছাড়া যেমন দেহ হয় না তেমনি চিন্তা ছাড়া মন হয় না। ব্যাপ্তির জন্য স্থান লাগে, চিন্তার জন্য লাগে না। দেকার্ত সাবস্টেন্সের এই দুই প্রধান বৈশিষ্ট্যকে বলেছিলেন এট্রিবিউট, আর পরিবর্তনশীল অন্য সব বৈশিষ্ট্যকে বলেছিলেন এই দুই এট্রিবিউটের মোড। দেকার্তের গড এক অসীম চিন্তা-সাবস্টেন্স, অন্য সব চিন্তা-সাবস্টেন্স ও ব্যাপ্তি-সাবস্টেন্স যার সৃষ্টি। 
 + 
 +স্পিনোজা অসংখ্য সাবস্টেন্সের এই ধারণা বাতিল করে বলেছিলেন, সাবস্টেন্স একটাই, তার নাম গড। এই সাবস্টেন্স অন্য কিছুর উপর নির্ভর করে না, অস্তিত্বের জন্যও না, ভাবনার জন্যও না। ব্যাপ্তি ও চিন্তা সাবস্টেন্সের এট্রিবিউট বা প্রধান বৈশিষ্ট্য। অস্তিত্বের দিক দিয়ে সাবস্টেন্স ও এট্রিবিউটের কোনো পার্থক্য নাই, দুইটা একই জিনিস, একসাথে থাকে। এট্রিবিউটহীন সাবস্টেন্স নাই, সাবস্টেন্সহীন এট্রিবিউট নাই। কিন্তু ভাবনার দিক দিয়ে এদের পার্থক্য আছে। আমরা সাবস্টেন্সকে তার এট্রিবিউট থেকে আলাদাভাবে ভাবতে পারি, যদিও তারা বাস্তবে এক। মোড হলো জেনারেল এট্রিবিউটের স্পেশাল এক্সপ্রেশন। মনের সব চিন্তা হলো আমার চিন্তা-এট্রিবিউটের মোড, সব কিছুর দেহ হলো ব্যাপ্তি-এট্রিবিউটের মোড। একটা এট্রিবিউটের অসংখ্য মোড থাকতে পারে। মোড হচ্ছে সাবস্টেন্স-এট্রিবিউটের বিরাজ করার নির্দিষ্ট ধরন। আমরা এখন থেকে স্পিনোজার সাবস্টেন্সকে সত, এট্রিবিউটকে গুণ, আর মোডকে রূপ বলব। প্রথম খণ্ড শুরু হয় আটটি সংজ্ঞা দিয়ে। 
 + 
 +^ নং ^ সংজ্ঞা ^ 
 +| স১ | স্বকৃত তাই যার এসন্সের মধ্যে অস্তিত্ব আছে, যার স্বভাব অস্তিত্ব ছাড়া ভাবা যায় না | 
 +| স২ | নিজপ্রকারে সসীম তাই যাকে কই ধরের অন্য কিছু দিয়ে সীমাবদ্ধ করা যায় | 
 +| স৩ | সত্ত্ব (সাবস্টেন্স) তাই যা শুধু নিজের মধ্যে াক, যাকে শুধু নিজের মাধ্যমে ভাবা যায় | 
 +| স৪ | গুণ (এট্রিবিউট) তাই সত্ত্বের এসেন্স যা দিয়ে তৈরি বলে ুদ্ধি মনে করে | 
 +| স৫ | রূপ (মোড) হলো সত্ত্বের প্রভাব, যা শুধু ন্যের মধ্যে থাকে, যাকে শুধু অন্যের মাধ্যমে ভাবা যায় | 
 +৬ | খোদা (গড) হলো এক পরম অসীম সত্তা, এমন এক সত্ত্ব যার অসংখ্য গুণের প্রতিটি অসীম ও চিরন্তন এসেন্স প্রকাশ করে | 
 +| স৭ | স্বাধীন তাই যা শুধু নিজের স্বভাবের আবশ্যিকতায় বিরাজ করে, যার সব কাজ িজের মধ্যমে নির্ধারিত; আবশ্যিক তাই যার অস্তিত্ব ও নির্িষ্ট সব কাজ অন্যের মাধ্যমে নির্ধারিত | 
 +| স৮ | টার্নিটি মানে স্বয়ং অস্তিত্ব,দি ধরে নেয়া হয় অস্তিত্ব এক চিরন্তন সত্তা থেকে আবশ্যিকভাবে আসে | 
 + 
 +স্বকৃত মানে এমন কিছু যা নিজেই নিজের কারণ, সুতরাং অস্তিত্ব তার স্বভাব। স২ নিজ্রকারে সসীমের সংজ্ঞা দেয়ার মাধ্যমে নিজপ্রকারে অসীম কি তাও বুঝিয়ে দেয়। চিন্তা নিজপ্রকারে সসীম, কারণ এক চিন্তা দিয়ে ক চিন্তাকে সীমাবদ্ধ কা যায়, কিন্তু তু দিয়ে চিন্তাকে বা চিন্তা দিয়ে বস্তুকে সীমাবদ্ধ করা ায় না। এর পর আছে সত্ত্ব, গুণ ও রূের সংজঞা। গুণের সংজ্ঞার মধ্যে 'বুদ্ধি' (ইন্টেলে্ট) খুব গুরু্বপূর্ণ। স্ত্ব-গুণ আসলে অবিচ্ছেদ্য, ুদধি সত্ত্বকে ে অসংখ্য ভাবে ভাবতে পারে তার প্রতিটিই সত্ত্বের একেকটি গুণ। স৭ জানায় স্বাধীন ও আবশ্যিক কাকে বলে। যা স্বাধীন তা আবশ্যিক না, যা আবশ্যিক তা স্বাধীন না। স্বাধীন মানে একাধিক চয়েসের মধ্যে একটা বেছে নেয়া নয়, স্বাধীন মানে অন্য কোনকিছুর প্রভাব ছাড়া শুধু নিজের স্বভাবের বশ্যিকতায় বিাজ ও াজ করা। একাধিক চয়েসের মধ্যে একটা যে বেে িতে পরে তাকে আমরা স্বাধীন না বলে স্বেচ্ছাধীন বলব। খোদা স্বাধীন কিন্তু স্বেচ্ছাধীন নন, কারণ একধিক চয়েস থাকাটাই খদার স্বভাবের সাথে স্ববিরধী। 
 + 
 +^ নং ^ এ্সিয়ম ^ 
 +| এ১ | যই আছে হয় নিজের মধ্যে আছে নয় অন্যের মধ্যে আছে | 
 +| এ২ | যাকে অন্যের মাধ্যমে ভাবা যায় না তাকে নিজের মাধ্যমে ভাবতে হয় 
 +| এ৩ | একটা ির্দিষ্ট কারণ থেকে ফল আবশ্িকভাবে আসে, নির্দিষ্ট কারণ না থাকলে কোনো ফল আসা অসম্ভব | 
 +| এ৪ | ফলের ঞান তার কারণের জ্ঞানে থাকে ও তার উপর নির্ভর করে | 
 +| এ৫ | যাদের ধ্যে কমন কিছু নই তাদের একটিকে দিয়ে অ্যটিকে বুঝা যায় না | 
 +| এ৬ | একটি সত্য আইডিয়াকে অবশ্যই তার অব্জে্টের সাথে মিলতে হবে | 
 +| এ৭ | যাকে অস্তিত্বহীন ভাবা যায় তার এসেন্সের মধ্যে অস্তিত্ব নাই | 
 + 
 +সংজ্ঞার পরে স্পিোজা সাতটি এক্সিয়ম বা স্বতঃসিদ্ধ দেন, যাদের প্রমাণ াগে না, যাা নিজেই নিজের প্রমাণ। ংজ্ঞা কখনো প্রমাণ করতে হয় না, সংজ্ঞা কেল যা প্রমাণ রতে চাই তার প্রকৃতি আগে পরিষ্কারভাবে প্রতিষ্ঠিত করে। এক্সিয়মেরও প্রমাণ থাকে না, তবে সংজ্ঞার প্রতি সৎ থেকে এবং এক্সিয়মগো ব্যবহার করে স্পিনোজা তার সব পরপজিশন প্রমাণ করবেনবা অ্তত চেষ্টা করবেন। পড়লেই বুঝা যায় সবগুলো এক্সিয়ম আসলেই স্বতঃপ্রমাণিত। এ৪ নিয়ে একটু চিন্তা হতে পারে। ফের ্ঞান রণের জ্ঞনের উপর নির্ভর করে, ঠিক আছে, কিন্তু কারণের 'জ্ঞানে থাকে' মানে কি? স্পিনোজা আসলেই মনে করেন কারণ ও ফল একসাথে িরাজ কর, এটা থাকলে আরেকটা থাকেই। আমরা ফল দেখি, কিন্তু তা বুঝতে হলে কারণ বুঝতে হবে। নিখিলের কারণ খোদা, খোদাকে বুঝলেই িখিল বুঝা যাবে। িে ছত্রিশটা প্রপজিশন এবং প্রতিটার প্রমণের জন্য প্রয়োজনীয় ংজ্ঞা, এক্সিয়ম ও প্রপজিশনের নাম্বার দো আছে; 'প্র১৬ক১'নে প্রপজিশন-১৬'র রলারি-১; 'ক'তে করলারি, 'স্ক'তে স্কলিয়াম
  
 ^ নং ^ প্রপজিশন ^ প্রমাণ ^ ^ নং ^ প্রপজিশন ^ প্রমাণ ^
-| ১ | ব্য তার সব রূপের আগে |  +প্র১ | সত্ত্ব বভাবের দিক দিয়ে তার সব রূপের আগে | স৩, স৫ 
-২ | দুই দ্রব্যের গুণ আলাদা হলে তাদের মধ্যে কমন কিছু নাই |  +্র২ | আলাদা গুণবিশিষ্ট ুটি সত্ত্বের মধ্যে কমন কিছু নাই | স৩ 
-| ৩ | দুয়ের মধ্যে কিছু কমন না কলে একে অপরের কারণ হতে পারে না |  +প্র৩ | যাদের মধ্যে কমন কিছু নাই তারা একে অন্যের কারণ হতে পারে না | এ৪, এ৫ 
-| ৪ | দুইটা জিনিসকে আলাদা করা যায় হয় তাদের গুণের পার্থক্য দিয়ে নয় তাদের রূপের পার্থক্য দিয়ে |  +প্র৪ | একধিক জিনিসকে আলাদা করা যায় হয় তাদের গুণের পার্থক্য দিয়ে নয় তাদের রূপের পার্থক্য দিয়ে | স৩, স৪, স৫, এ১ 
-| ৫ | মহাবিশে একই স্বভাব বা গুণের দুই বা ততোধিক রবয থাকতে পারে না |  +প্র৫ | রকৃতিতে একই স্বভাব বা গুণের একাধিক সতব থাকতে পারে না | এ৬, স৩, প্র১, প্র৪
-| ৬ | এক রবয থেকে আরেক রবয তৈরি করা যায় না |  +প্র৬ | এক সতব থেকে আরেক সতব তৈরি হতে পরে না | প্র২, প্র৩, প্র৫ 
-৭ স্তিত্ব দ্রের স্বভাবের মধ্যেই আছে |  +প্র৬ক একটি ্ত্ব অন্য কোনকিছু থেকেই ৈরি হতে পারে না | স৩, স৫, এ১, পর৬ | 
-| ৮ | প্রত্যেক রবয অবশ্যই অসীম |  +| প্র৭ | সতত্বের স্বভাবেই অস্তিত্ব আছে | স১, প্র৬ক 
-| ৯ | যার বাস্তবতা যত বেশি তার গুণ তত বেশি |  +প্র৮ | প্রত্যেক সতব অবশ্যই অসীম | স২, প্র৫, প্র৭ 
-| ১০ | একটা দরবের প্রতিটা গুণ শুধু সেই গুণের মাধ্যমেই ভাবা যায় |  +প্র৯ | যার বাস্তবতা যত বেশি তার গুণ তত বেশি | স৪ 
-| ১১ | খোদা, অরৎ অসংখ্য গুণবিশিষ্ট দ্রব্য যার প্রতিটা গুণ চিরন্তন ও অসীম এসেন্স প্রকাশ করেঅবশ্যই আছেন |  +প্র১০ | একটি সতের প্রতিটি গুণ শুধু সে-গুণের মাধ্যমে ভাবা যায় | স৩, স৪, স৬ | 
-| ১২ | রবের এমন কোনো গুণ ভাবা সম্ভব না যা থেকে মনে হয় রবয বিভাজ্য |  +| প্র১০স্ক | দুটা গুণ আলাদাভাবে ভাবা যায় মানে এই না যে তারা দুইটা আলাদা সত্তা বা সত্ত্ব বানাতে পারে প্র১০ 
-| ১৩ | পরম অসীম দ্রব্য অবিভাজ্য |  +প্র১১ | খোদা—এমন এক সত্তব যর অসংখ্য গুণর প্রতিটি চিরন্তন ও অসীম এসেন্স প্রকাশ করেঅবশ্যই আছেন | স৬, এ৭, প্র২, প্র৭ 
-| ১৪ | খোদা ছাড়া আর কোনো রবয নাই বা ভাবা যায় না | ৫ ১১ | +প্র১২ | একটি সতের এমন কোনো গুণ ভাবা সম্ভব না যা থেকে মনে হয় সতবটি বিভাজ্য | স৪, প্র২, প্র৫, প্র৬, প্র৭, প্র৮, প্র১০ 
-| ১৫ | যাই আছে খোদার মধ্যে আছে এবং খোদা ছাড়া কিছু ভাবা যায় না |  +প্র১৩ | যে-সত্ত্ব পরম অসীম তা অবিভাজ্য | প্র৫, প্র৮, প্র১১, প্র১২ 
-| ১৬ | খোদার স্বভাব থেকে অসংখ্য রূপে অসংখ্য জিনিস অবশ্যই আসে |  +প্র১৪ | খোদা ছাড়া আর কোনো সতব নাই বা ভাবা যায় না | স৬, এ১, প্র, প্র১০, প্র১১ | 
-| ১৭ | খোদা শুধু তার স্বভাবের সূত্র অনুযায়ী কাজ করেন, অন্য কিছু েনে য়  +প্র১৪ক১ | খোদা অনন্য, প্রকৃতিতে খোদা ছাড়া আর কিছু নাই | স৬, প্র১০স্ক | 
-| ১৮ | খোদা সবকিছুর অন্তর্নিহিত কারণ, বহির্ভূত কারণ না |  +| প্র১৪ক২ | সব ব্যাপ্ত জিনিস বা চিন্তক জিনিস হয় খোদার গুণ নয় রূপ | এ১ | 
-| ১৯ | খোদা চিরন্তন, মানে তার সব গুণ চিরন্তন |  +| প্র১৫ | যাই আছে খোদার মধ্যে আছেখোদা ছাড়া কিছু নাই বা ভাবা যায় না | স৩, স৫, এ১, প্র১৪ 
-| ২০ | খোদার অস্তিত্ব ও তার এসেন্স একই জিনিস |  +প্র১৬ | খোদার স্বভাবের আবশ্যিকতা থেকে অসংখ্য রূপে অসংখ্য জিনিস আসে | স৬ 
-| ২১ | খোদার যেকোনো গুণের পরম স্বভাব থেকে যা কিছু আসে সব অবশ্যই চিরন্তন ও অসীম |  +প্র১৭ | খোদা শুধু তার স্বভাবের সূত্র অনুযায়ী কাজ করেন, অন্য কিছু দিয়ে চালিত হন না প্র১৫, প্র১৬ 
-| ২২ | খোদার কোনো গুণ থেকে যা আসে ব বশ্যিক ও অসীম, যদি সেই গুণ আবশ্যিক ও অসীম রূায়ণের মাধযমে ায়িত হয় |  +প্র১৮ | খোদা সবকিছুর অন্তর্নিহিত কারণ, বহির্ভূত কারণ না | স৩, প্র১৪, প্র১৫, প্র১৬ক১ 
-| ২৩ | আবশ্যিক ও অসীম যত রূপ আছে সব হয় খোদার কোনো গুণের পরম স্বভাব থেকে এসেছে, নয় কোনো গুণের আবশ্যিক ও অসীম রূপায়ণ থেকে এসেছে |  +প্র১৯ | খোদা চিরন্তন, মানে তার সব গুণ চিরন্তন | স৪, স৬, প্র৭, প্র১১ 
-| ২৪ | খোদার বানানো কোনো জিনিসের এসেন্সের মধ্যে অস্তিত্ব নাই |  +প্র২০ | খোদার অস্তিত্ব র এসেন্স এক এবং অভিন্ন | ৪, প্র১৯ 
-| ২৫ | খোদা সবকিছুর শুধু অস্তিত্বের কার্যকরী কারণ না, এসেন্সেরও কার্যকী কারণ |  +প্র২১ | খোদার যেকোনো গুণের পরম স্বভাব থেকে যা আসে সব অবশ্যই চিরন্তন ও অসীম ছিল এবং আছে স২, প্র১১, প্র২০ক২ 
-| ২৬ | ো জিনিস নির্দিষ্ট কিছু রার জন্য নির্ধারিত ই সেই নির্ধারণটা করেছেন খোদা, খোদা ে নির্ধারিত করেন নাই সে নিজে নিজেকে কিছু করার জন্য নির্ধারিত করতে পারে না |  +প্র২২ | খোদার কোনো গুণ থেকে কোনো রূপের (যা এই গুণর রাতে অবশ্যই চিরন্তন ও অসীম) হাতে রূপায়িত হওয়ার মাধ্যমে যা আসে তার অস্তিত্বও আবশ্যিক ও অসীম | স২, প্র১১, ্র২০ক২ 
-| ২৭ | খোদা যাকে নির্দিষ্ট কিছু করার জন্য নির্ধারিত করেছেন সে নিজেকে অনির্ধারিত করতে পারে না |  +প্র২৩ | অসীম ও আবশ্যিকভাবে থাকা প্রিটি রূপ হয় খোদার কোনো গুণের পরম স্বভাব থেকে এসেছে, নয় কোনো গুণের আবশ্যিক ও অসীম রূপায়ণ থেকে এসেছে | স৫, স৬, স৮, প্র১৫, প্র১৯, প্র২১, প্র২২ 
-| ২৮ | যেকোনো সসীম ও নির্ধারিত জিনিস থাকে ও কিছু করে কারণ তার থাকা ও করা অ্য একটি সসীম ও নির্ধারিত জিনিস দিয়ে নির্ধারিত, এবং এই সসীম ও নির্ধারিত কারণ থাকে ও কিছু করে কারণ তার থাকা ও কিছু করা আরেকটি সসীম ও নির্ধারিত জিনিস দিয়ে নির্ধারিত, এবং এই দ্বিতীয় কারণও আরেকা কিছু দিয়ে নির্ধারিত, এবং এই কার্যকাণ চেইর কোনো শেষ নাই |  +প্র২৪ | খোদার বানানো কোনো জিনিসের এসেন্সের মধ্যে অস্তিত্ব নাই | স১, প্র১৪ক১ 
-| ২৯ | প্রকৃতিতে আকস্মিক কিছু নাই, সবকিছু খোদায়ী স্বভাবের আবশ্যিকতা দিয়ে থাকা ও িছু করার জন্য নির্ধারিত |  +প্র২৫ | খোদা কার্যকরী কারণ সবকিছুর শুধু অস্তিত্বের না, এসেন্সেরও | স৫, এ৪, প্১৫, প্র১৬ 
-| ৩০ | সক্রিয় সসীম বুদ্ধি বা সক্রিয় অসীম বুদ্ধি ভাবতে পারে শুধু খোদার গুণ ও রূপআর কিছু না |  +প্রক ির্দিষ্ট সব জিনিস খোদার গুণের প্রভাব, বা খোদার গুণ প্রকাশের নির্দিষ্ট উপায় অর্থাৎ রূপ | স৫, প্র১৫ | 
-| ৩১ | কামনা করা, ভালোবাসা, বা অন্য যেকোনো কিছু করা সসীম বা অসীম সরিয় বুদ্ধি কেবল 'সৃষ্টপ্রকৃতির সাথে সম্পর্কিত'স্রষ্টাপ্রকৃতির সাথে না |  +| প্র২৫স্ক | খোদা যেভাবে নিজের কারণ সেভাবেই সবকিছুর ারণ | পর১৬ | 
-| ৩২ | ইচ্ছা কোনো স্বাধীন কারণ নয়, কেবল এক আবশ্যিক কারণ |  +| প্র২৬ | ে একটা ফল দিতে নির্ধারিত ে সেজন্য নির্ধারণ করেছেন খোদা, যে খোদার মধ্যমে নির্ধারিত হয়ি সে নিজে নিজেকে কোনো ফল দিতে নির্ধারণ করতে পারে না | প্র১৬, প্র২৫ 
-| ৩৩ | সবকিছু যন আছে র চেয়ে ভিন্ন কোনোভাবে খোদার মাধ্যমে তারা তৈরি হতে পারত না |  +প্র২৭ | খোদা যাকে কোো ফল দিতে নির্ধারণ করেছেন সে নিজেকে অনির্ধারিত করতে পারে না | এ৩ 
-| ৩৪ | খোদার ক্ষমতাই তার এসেন্স |  +প্র২৮ | যেকোনো সসীম ও নির্ধারিত জিনিস থাকে ও ফল দয় েবল এই জন্য যে তার থাকা ও ফলন ো এক সসীম ও নির্ধারিত কারণ দিয়ে নির্ধারিত, এবং এই সসীম ও নির্ধারিত কারণ থাকে ও ফল দয় েবল এই জন্য যে তার থাকা ও ফলন আরেকটি সসীম ও নির্ধারিত কারণ দিয়ে নির্ধারিত, এবং এই দ্বিতীয় কারণ তৃতীয় আরেক রণ দিয়ে নির্ধারিত, এবং এই া অন্ত | স৩, স৫, এ১, প্১৫, প্র২১, প্র২২, প্র২৪, প্র২৫ক, প্র২৬ 
-| ৩৫ | খোদার ক্ষমতার মধ্যে আমরা যাকিছু ভাবতে পারি সব অবশ্যই আছে |  +প্র২৯ | প্রকৃতিতে আকস্মিক কিছু নাই, সবকিছু খোদায়ী স্বভাবের আবশ্যিকতা দিয়ে থাকা ও ির্দিষ্ট ফল দেয়ার জন্য নির্ধারিত | প্র১১, প্র১৪ক১, প্র১৫, প্র১৬, প্র১৭ক২, প্র২১, প্র২৪ক, প্র২৬, প্র২৭, প্র২৮ 
-| ৩৬ | এমন কিছু নাই যার স্বভাব থেকে একটা প্রভাবের জন্ম হয় না |  |+প্র৩০ | সসীম বা অসীম বাস্তব বুদ্ধি খোদার গুণ ও রূপ ছাড়া আর কিছু ভাবতে পারে না | এ৬, প্র১৪ক১, প্র১৫ 
 +প্র৩১ | সসীম বা অসীম বাস্তব বুদ্ধি, ইচ্ছা ামনা প্রম ইত্যাদির মতোই, সম্পর্কিত সৃষ্ট প্রকৃতির সাথে, স্রষ্টা প্রকৃতির সাথে না | স৫, স৬, প্র১৫, প্র২৯স্ক 
 +প্র৩২ | ইচ্ছা কোনো স্বাধীন কারণ নয়, কেবল আবশ্যিক কারণ | স৭, প্র২৩, প্র২৮, প্র২৯ 
 +প্র৩৩ | সবকিছু খোদার মাধ্যমে যেভে তৈরি হয়েছে তাছাড়া অন্য কোনোভাবে তৈরি হতে পারত না | স৭, প্র১১, প্র১৪ক১, প্র১৬, প্র১৭স্ক, প্র২৯ 
 +প্র৩৪ | খোদার ক্ষমতাই তার এসেন্স | প্র১১, প্র১৬, প্র১৬ক 
 +প্র৩৫ | খোদার ক্ষমতার মধ্যে আমরা যাকিছু ভাবতে পারি সব অবশ্যই আছে | প্র৩৪ 
 +প্র৩৬ | এমন কিছু নাই যার স্বভাব থেকে প্রভাব আসে না| প্র১৬, প্র২৫ক, প্র৩৪ |
  
-প্রপজিশন ১--৫এ পিনোজা প্রমাণ কন ে একাধিক দ্রব্যের একই ুণ থাকে ারে না। আি ও আমার ভই দুই জনই ভালো হতে পারি, মনে হতে পাে মরা দুইটা দ্রব্য যাদের মধ্যে একটা কমন ণ আছে, িন্ু আসলে আমরা রবও না আর 'ভালো' কোনো গুণও ন। নে সপিনোজার ে িমত করেিলেন লাইবনিয। সপিোজার মতে দুই দ্রব্যের ক গুণ থাকতে পারে না কণ সষেত্রে তাদেরকে আলাদা করা যাবে না। কিনতু লনিযের মতে কয়েকটা গুণ কমন থাকলও দুইটা দ্রব্যকে আলাদা করা সব যদি তাদের মধ্যে অন্য কয়ো গুণ আনমন থাকে। স্পিনোজা এক িকে বলছেন ক ্রব্যের অনেক গুণ থাকতে পরেেক দিকে বলছেন দুইটা রবের মধ্যে াতর একটা গুণ কমন পড়লেই আর তাদের আলাদা করা াবে ন। লাইবনিয এখানে ফেলসি দেখেছিলেন। স্পিনোজা দেখেন নাই কারণ, আগেই বেছিরবয-গুণ স্পিনোজর কাছে অনক কাছাকাছিএকটা ে কটাকে আলাদা করা যায় না।+প্রপজিশনগুলো কটু ভেঙে ভেঙে বুঝতে হবে, বলক ব্লক করে। **প্রম ঁচটি প্পজিশনের** বিষয় সতত্বের প্রকৃতি। সত্ত্ব অবশ্যই তার রূপের ে, সংজ্ঞা ৩ ও ৫ থেকে া প্রমাণিত। দুি ্ত্বের গুণ াদা হলে তাদের মধ্যে কমন কিছই থাকতে পাে ন, সতব ও গুণের সংজ্ঞা থেকে া রমণ করা যায়। কারণ ও ফলর একিম (৪, ৫) প্রমাণ করে, যারা ভিন্ন ারা একে অন্যের কারণ তে পারে না। প্র১ ও প্র৪ ইউজ করে র৫ প্রণ করা যা। ই সবভাব া গুণের দুইটা আলাদা সত্ত্ব যদি ধরি, তবে তাদের মধ্যে পার্থক্য করার এত্র উপায় রূপ (প্র৪), যেহেতু আগেই বলেছি গুণ ক। িন্তু রূপ আলাদা হলে তাদেরকে আলাদা সত্ত্ব বলা যায় া ারণ সতত্ব তার ব রূপের আগে (প্র১)। সুতরাং এই গুণের দুই সত্ত্ব থাকা অসম্ভব্থাৎ প্রতিটা সতের গুণ ইউনিক। কউ ভে পােন, একই গুণের দুটা স্ত্ব দুইটা আলাদা য়গয় বা সময়ে লে সমস্া কি? সমস্যা সতব স্কাে াকে না, বরং স্পেসটাইম নিজই সত্ত্বের কটা রূপ। সত্ত্ব স্থানলের ঊর্ধ্বে
  
-প্রপজিশন ৬--১৪তে স্পিনোজা খোদার সংজা ও আ্যিকা খিয়েছেন। খোদা এক ব্ার গুণ অংখয, যর পতিটার এস্স অসীম ও চিরনতন। িত্ব দ্রব্যের স্ব, কারণ দ্ব্য িজের বাইের অন্য কিু দিয়ে রি তে ারে না। দ্ব্য স্বয়ম্ূ। এই প্রাণ সেন্ট আন্সেল্মের অন্টলজিকেল প্ুফের মতই। ব্য যদি স্বম্ভূ হয় তবে াকে অসীম ও চির্তন েই হবে। অসীম দুই কমর: নিপ্রারে অসীম ও পরম অসীম। গুণ কেবল নিপ্রারে অসীম, কারণ তার প্রারর য োনো গণ থে পারে না যে তাকে সীমাবদধ করে। কিন্তু ্রব্য পরম সীম ে-করণে তার অসম সংখক গুণ ে পারে। েউ িপ্রকারে অসীম হেও তে সীমাবদ্ধ করা সম্ব না, কিন্তু সে ও আো অেক কিছু থাকতে পারে। কিন্ু কেউ পম অসীম হলে এমন কিছুই থাকতে পারে না যা ার গণের বইরে।  ব্য স্বয়ম্ূ চিরন্তন অস, খোদা দ্ব্য, ং খোদা আছেন। খোদা ছাড়া আর কো দ্রব্য থাকলে তা হয় খোদার ে থকবে নয় ভিতরে থাকবে। বারে থাকতে পারে না কারণ সমব্য সব গুণ খোদয়ী দ্রব্ের অংশ। ভিতরে থে পারত যদি খোদয়ী দ্রব্য বিভা্য ো। কিন্তু খোদার প্িটা দব্যগুণ অবি, বিভাজ্য হলে এক গুণ িে রেক গুণকে সীমাবদ্ধ করা যেত যা অসম্ভব। অতএব খোদার বাইে বা ভিে কোথও আর কোনো দ্ব্য না। তএব খোদা া র কনো দয নাই, আর কোনো দরব্য ভাবা যায় না। যদি ারো তো খোদা ছাড়া আরেকা দ্ব্য কল্না ো, দেখবে ার ল্পার দ্রব্যাই খোদা।+**প্রপজিশন ৬--১১** খোদার স্তিত্ব প্রমণ করে। একটা সত্ত্ব অন্য িছু থেেই জন্মে পারে না, অতব সে স্বৃত স্বয়মভূমানে তার স্বভবেই অস্তিত্ব আছে (পর৭)। ত্ত্বকে অসীমও হতে হবে, কাণ অসীম া হলে াকে একই ধরের য কিছু দিয়ে সীমাবদ্ধ কা াব, যা অ্ভব, কারণ একই ধরনের (গুণের) একাধিক সত্ত্ব াই। একটি সত্ত্বের াধিক গণ থাকে পাে, যত বেশি গুণ ত বশি বাস্তবতা কারণ এসেন্স তত সমৃদ্ধ, তে পরতিটি গুণ স্বয়ংসম্র্ণ, এক গুণ আরেক গুণ দিয়ে ভাবা যায় না। এর পর প্র১১ জনায়, খোদা অবশ্যই আছেন, কারণ তিনি অংখ্য গুণে গুণান্বিত এক সত্ত্ব যার প্রতিি গুণ অসীম ও চিরন্তন এসেন্স প্রকাশ করে। এর প্রমাণ আন্সেল্ম ও দকা্তের মতো অন্টলজিকেল না বং সাবস্টনশিয়াল, কাণ স্পিনোজা খোদর ধারণা দিয়ে খোদা প্রমাণ েননি, স্ত্বের (সাবস্টেন্স) ধারণা দিয়ে খোদা প্রণ করেছেন। রমণ কিপ্রণ তিনটা, প্টা ভাবনাদ্বিতীয়টা কারণ ও ৃতীয়টা ষমতার ারণা ইউজ কে। 
 +  - ভাবা: ভাবো ে খদা নাই, অতএব এ৭ অনুয়ী তার এসেন্সে স্তিত্ব নাই, কিন্তু ্র৭ নুযায়ী তা অসম্ভব, ারণ খোদা ্ত্ব। 
 +  - কারণ: যেকো িনিস থাকা বা না-থাকার 'কারণ' লা। ণটা হয় ে-জিনিসের িতরে য় বিে কে। খোদার না-থাকার কারণ তার িতরে থাকতে পারে নােহেতু া খোর স্বভাববিরোধী, বাহিরে থাকলে তা খোদার িত্ব ঠেকতে পরবে না রণ (প্র৩) ভিন্ন রকমের এক জিনিস আরক জিিসকে প্রবিত ে পরে না। আর খোদা 'থাকার' কারণ তর ভিতরে থাকতে পারে,বে বাহিরে থাকতে পারে না উপরের কারণেই। 
 +  - কষমতত্ত্ব আসলে 'জিনিস'া বরং 'কষমতা,' নিজের অস্তিত্ব বস্য়নের ক্ষমতা (প্র৭)। কোনো সত্ত্ের সসীম সংখ্যক গুণ থাকলে সে সম্ভা্য সব গুণের সাপেক্ষে বাস্ব না, কিন্তু অসং্য গুণ থকলে সব গুণের সােক্ষেই বাস্তব। আমাদর মতো সসীম জিনিসের থকার কষমতা আছেআমরা তা অনুভব করি, প্রত্যক্ষ করি। অতএব অসীম গুণের কিছু একটা না থাকতে পারেই না, ারণ সে্ষত্রে সসীমের থাকর ক্ষমতা অসীমের চেয়ে বেশি হয়ে াবে যা অসম্ভব। এই প্রমাণটা এপস্টেরিয়রি, আগের দুইটার মতো এপ্রায়রি না। 
 +অতএব অসং্য গুণের সত্ত্ব া থেকে উপায় নে। যতভাবে বাস্তব হওয়া সম্ব এই স্ত্ব ততভাবই বস্তব। এবং এই সত্ত্বের নামই খোদা, খোদা স্বয়ং অসতিত্ব, বাস্তবায়ের ক্ষমতা। কেউ বলে পারে, কে সত্ত্ব বললেই হয়, খোদা বলর কি দরকার, এই সত্ত্বই ন োদা? কাণ খোদার এই সংজাই পৃথিবীর সবচেয়ে বেশি ধর্মে খোদর চেয়ে মৌলিক ও সবচেয়ে স্বসংগত ধরণাগুলোর সাথে মিলে। ুগের জ্বালায় স্পিোজা িজে ইব্রহিমি ধর্মের খোদাে অস্বীকার করেছিেন, কিনতু ইবে আরবির উজুদের সাথে স্পিনার সত্ত্বের মিল অনধও দেখতে পাবে। সত্ত্ব-উজুদের সাথে হিন্ু ব্রহ্ম, ৌদ্ধ স্বভাবশূন্যতা আর চাইনিজ দাও তুলনা করাই যথেষ্ট
  
-খোদার তিনটা আলাদা আলাদা প্রমাণ ্রপোজিশন ১১'র সাথে ছিল। প্রা উপরেই বলা হয়েছে যা আ্সেল্মের প্রফের মো, এখানে খোদাকে ্র্যের িশব্দ হিসে ইউজ লেই য়। প্রথম রমাণ থাকার কারণ রতিষ্ঠা করে, দ্বিতীয় প্রমাে -থকা নিে চিন্া করা হয়। একটা জিনিস না-থাকার কারণ হয় র ভিতরে থাকবে নয় তার বাইরে থাকব। খোদার ভিতরে তর না-থাকার কারণ থকতে পরে না ারণ খোদা দ্রব্য, অস্তিতব র স্বব। বাইে যদি থাকে তে া হয় দার মতো হবে নয় আলাদা হব। মো হলে খোদার অস্িব স্বর করে নো হচ্ছে। আলাদা হলে তা খোদার অস্তিব ঠেকাে পরবে না, কাণ এক ধনের জিনিস অনয ধরনের জিনিসের কারণ হে পারে না। তৃতীয় প্ে ধরে নেয়া হয় থাকা এক ধরনের ক্ষমতানা-থাকা এক ধরনর অক্ষমত। আমাদের মো সসীম জিনিসই থাকার ক্ষমতা আছেব ম অীম খোদার থাকার ক্ষমতা থাকতেই পারে না, খোদার থাকার কতা আছে ারণ তিনি আমাদের চেয়ে বড়+**প্রপজিশন ১২--৫** খোদার অনন্যতা ও সার্বিকতা প্রমাণ করে। খোদা ছেন শুধু তাই া, খোদা ছাড়া আর িছু নাই। যি থাকে তবে তার অন্তত একটা গুণ খোদার থেকে আাদা হতে হবে যা অসম্ভব, কারণ সময সব গুণই খোদার মাধ্যমে স্তবায়িত হয়ে গেছে। সতরাং সবিছুই খোদার মধ্যে আছখোদা া কিছু নই, িছু ভা য় না, যা প্১২ ও পর১৩'র বিরোধী মনে হে পারে। বাস্ার দিকে তাকালে আমরা অসং্য আলাদা আলাদা জিনিস দখি বা চিন্া করি, এই সবকিছু যদি খোদার অংশ হয় বে ো তিনি িভাজ্য,ংখয খণ্ডে িভ্ত হয়ে বিাজ করেন। আসলে া। কারণ আমরা আলাদা কিছু দেখি সব খোদার ব্যাপ্তি ও চিন্তা গুণের রূপ, ূপ ত্তের প্রকাশমাত্, স্ত্ব না। ত রূপেই খোদে খি না কেন তিি আসলে ক ও অবিভাজ, কারণ তিি গুণ না, ূপ নতিনি সত্ত্ব। প্র১৪'র করোলারি জনায়বাস্তবতার সবকিছু খোদার গুণ বা রূপ, িনতু কোনকিছুই তার পরম একত্বকে তিল করে না। ইসলম ধর্মেও খোদার ভিত্তি একত্ব,ওহিদ।
  
-খোদার ংখ্য গুণের দুইটা বযাপ্তি ও চি্তার রূপ দিয়ে আমাদর পুরা বাস্া তি। রূপ হলো গুণর বহিপ্রকাশ আর গুণ দ্রব্যের অবিচ্ছেদ্য ধর্ম। লে সব রূপও খোদার অংশ। কিন্তু ন অংশ? আমি ি খোদার অংশ? যে ল্যপ্টপ দিয়ে লিখি তও খোদার অংশ? আমর মনের সব কল্পনাও খোদার খেয়াল? প্রকৃতি দই ধরেরস্রষ্টা প্রৃতি ও সৃষ্ট প্কৃি, স্পিনোজার মতে ইটাই খোদা। খোদা একইসাথে স্র্টা ও ৃষটি। খোদা প্রকি এবং পরকৃতির কারণ, ে ার্য ও কারণ। কোনো কার্যের কারণ চার ধরনর হয়: ফিজিকল ফরল ্যকর ও ফাইনাল। রেস্টুরেনটে কুকের রান্নর উদাহরণ দিয়ে চারটা পরি্কার করা যা। খাারর উপকরণ হলো ফিজিকেল ারণ, রেসিপি ফর্মাল কারণ, কুক নিজে কা্যকর রণ, আর কাস্টমাররা ফাইনাল ারণ। খোদা একইসাথে প্কৃতি ও পরকৃতির চর কারণ, গা ৃতিুধু ব্যপ্তিচিন্তা িে প্রকশিত আমাদের প্রকৃতির না। ব্যাপ্তিচিন্তার বারেও প্রৃতির (খোদার) আরো সীম সংখক গুণ আছ, এবং প্রত্যক গুণের আছে অগণিত রূপ। এক রকমের সব রূপের সমষ্টি লো একটা াস্তবতা। আাদের বাস্তবতার সব পদার্থ খোদার অংশ (ফিজিকেল কারণ), সব গণিতিক সূত্র নীতি া তথ্য খোদার অংশ (ফর্মাল কারণ), স্রষ্টাও খা (কার্যকর রণ), চূড়ান্ত ল্ষ্যও খোদা (ফাইনাল কারণ)। কাের য়ালে পাথর ে কাচ ভেঙে যায়খানে ভাঙার কার্যকর কারণ পাথর, কার্কর করণ ঘটনার অংশ হয় না, বারে থেকে ঘটা ঘটায়,মন াঁধুি র রান্নার অংশ না। কিন্তু খোদা প্রকৃতির মে অন্তর্নিহিত, ফিজিকেল ও ফর্মল কারণও খোদা, তিনি প্কৃতির বির্ভূত কারণ না।+**প্রপজিশন ১৬--২০** খোদার সাথে তার রূপগুণের সম্পক নিয়ে কথা বলে। খোর স্ববই এমন যে র থেকে অসংখ্য রূপে অসংখ্য জিনিস আসে, প্রকাশিত হয়, প্রবাহিত হয়। খোদা স্বাধীন (প্১৭) কিন্তু স্বচ্ছাধীন া, কারণ একিক চয়েসের মধ্যে বেে নেয়র ধারণাই খোদার স্বভের পরিপন্থী। খোদা ুধু তার স্বভাবের সূত্র অনুযয়ী কাজ করেন। তার চয়স বলে কিছু াই। খোদার অংখয গুণের রতিটার আছে অংখয রূপ। সত্ত্বগুণ সব রূপের আগে, যে-কারণে খোদার কত্ব বাতিল হয় না। তার মানে এই া ে খোদা নিখিল জগতের বাহ্যিক া বহি্ভূত কোনো কারণ, খোদার 'বরে' কিছু আছে কল্পনা করাটাই সের ারণার পরিপনথী। বওব েকে কসিক ওয়েব পর্যন্ত সবিছুই খোদার গুণের রূপ বা র স্বভবের প্ব। রূপ হিসেবে ভে আমদেকে খোদার 'বৈশিট্য' মনে হয় যেভবে 'কা' আমর তর বৈিষ্ট্য। প্রভব হিবে ভবলে আমাদেরকে খোদার 'ফল'ে হয়, েভবে ঢিল মারার ফল হয় ভাঙা কাঁ। কালো আমার ভিতরে, ঢিল কঁচের বাহিরে। োন উপমা বেশি সঠিক? খোদা অতর্নিহিত ারণ হলে আমা ার বৈশিষ্ট্যকিন্ু রক্তাংসের মূর্ত জিনিস কিভাবে কাো বৈশিষ্ট্য য়, ৈশিষট্য ো ির্ত জিনি। আবার খোদা কেল আমাদের 'কারণ' হলে তাকে ার প্রভার বহির্ভূত নে হয় যা স্পিনা অস্বীকার করেছেন। সমান াই। এই দুই বিপরীত ধারণা এে রে আমরা ি, খোদা নিখিলের 'অন্তর্নিহিত কারণেভাবে আমি আমার মুখর সব এ্সপ্রনের তর্নিহিত কার। সবকিু একইসাথে খোদার রূপ ও প্রব। যিকেই তাকাও দেখবে খোদার চেহারা।
  
-ফিজিক্স আমাদের বি্বের যে স্েম (স্পেস-টাইম-এনার্জি-ম্যাারনিয়ে কাজ করে তার ফিজিকেল কারণ খোদা, স্েম খদা দিয়ে তরি, আবার এই সবকিছুর র্মাল কারণও (িজিক্সের সব সত্রখোদা। কার্যকর ও ফাইনাল কারণ িজ্ানের আওতার বাইরে। সবকিু কিাবে খোদা হয়রূপের মা্য। সবকিছুই রূপরূপ ণের প্রকাশ, গুণ দ্র্যের র্ম, দ্রব্যই খোদা। সরাং সব রূপ, বাস্বতার সবকিছু খোদার ব্যক্ি। মাদের াস্তবতা তিন ধরনের: ফিিেল র্ল ও মেন্টাল। সব স্ম ফিিকেল, গণিত তথ্য গনা ও যক্তির বাস্তবতা ফর্মালআর েতনা ও মানসিক বাস্তবতা েন্টল। ফিিল ও ফর্মাল স্তবতা ্তিগের রপ, মেন্াল বাস্তবতা চিন্তাগুণের র+{{:om:god.webp?nolink|}} 
 + 
 +পরের পাঁচটি **প্রপজিশন (২১--২৫)** রূপের ধারণা দিয়ে আমাদের ফিজিকেল ও মানসিক ইউনিভার্স বানানোর চেষ্টা করে। খোদার পরম গুণ থেকে যা সে সব চিরন্তন ও অসী। সুতরাং গুণ থেকে সরাসরি প্রকাশিত সব রূপ চিরন্তন ও অসীম যাদেরকে লব 'প্রাথমিক' অসীম রূপ (পর২১)। প্র২২ , কোনো গুণ থেকে একটা ূপের মাধ্ে রূপায়িত (পরিবর্তিত) হয়ে যা আে তাও আবশযিক চিরন্তন ও অসীম, এদরকে বলব 'াধ্যমিক'ীম রূপ কারণ এদের জনম প্রাথমিক রূপের মধ্য্থতয়। পরের দুই প্রপজিশন জানায় প্রাথিক ও মাধ্যমিক অসীম রূপের সেন্সের মধ্যে অস্তিত্ব নাই, তাদের অসতিত্বের কারণ তারা নিেরা না বরং খোদা। খোদার ব্যাপ্তিগুণ থেকে যে প্রাথিক রূপ আসে তার নাম অসীম গতি, আর চিনতাগুণ থেকে আসা প্রাথমিক রূপ অসীম বুদ্ধি। অসীম গতি থেকে ে মধ্যমিক অসীম রূপ আসে তা হলো ফিজিকেল জগতের মৌলিক নিয়মনীতি, অর্থাৎ ইউনিভার্সের গতির সব সূত্র। আর অসীম বুদ্ধি থেকে যে মধ্যমিক অসীম ূপ আসে তা হলো মানসিক জগতের নিয়মনীতি, অর্থাৎ যুক্তির সব সূত্র। অসীম **গতিসূত্র** অনুসারে যে অসীম সংখ্যক ফিজিকেল বস্তুর জন্ম হয় তারা প্রত্যেে সসীম রূপ, কিন্তু তদের একটা অসীম পরম্পরা আছে আমাদের জানামতে কয়ার্ক থেকে পুরা ইউনিভার্স পর্যন্ত। যত ছোটোর িকেই যই আরো ছোট বস্তু পাইযত বড়র দিকেই যাই আরো বড় বস্তু পাই, কিন্তু সবাই এক অসীম সূত্রে গাঁথা। একইভাবে অসীম **যুক্তিসূত্র** অনুসারে যে অসীম সং্যক মানসিক জিনিস তথা চিন্তার জন্ম হয় তারা প্রত্যেকে সসীম রূপ, কিন্তু তােরও একটা অসীম পরম্পরা আছে। ফিজিকেল পার্থের মতোই মানসিক আইডিয়া একে অপরের সাথে এক একক পরম্পরায় সম্পর্কি। যেমন, হয়ত যেকোনো যুক্তি থেকে শুু করে সেই যুক্তির আগের সব কারণ খোঁজা যায়, আবার পরের সব ফলও খোঁজা যায়। এই ীম পরম্পরা থাকার কারণেই সসীম িচ্ছিন্ন (ডিস্্রিট) সব রূপকে এক অসীম অবিচ্িন্ন (কন্টিনয়াস) ূপের অংশ হিসেবে দেখা যায়। অসীম অবিচছিন্ন রূপ যদি সুদ্রের সর্ফেস হয় তবে সসীম বিচ্ছিন্ন রূপগুো তার ঢেউ। 
 + 
 +শেষ প্রপজিশনগুলোর (২৬--৩৬) বিষয় কারণ ও ফল। প্র২৬ থেকে প্র২৮ পড়লে মনে হয়, খোদা সব জিনিসের ারণ, কিনতু সীম রূপগুলো নিজেরাও নিজেদের কারণ।  
 + 
 +===== এথিক্স ২: মন ও মানুষ ===== 
 +^ নং ^ সংজ্ঞা ^ 
 +| স১ | বসু (বডি) এমন এক রূপ যা এক নিরদিষ্ট ও নি্ধারিত উপায়ে ব্যাপ্তি হিসেবে বিবেচিত খোদার এসেন্স প্রকাশ কে | 
 +| স২ | কোনো জিনিসের এসেন্সের মধ্যে তাই আছে যা দিলে জিনিসটা থাে আর নিয়ে নিলে চলে যয়, অর্থাৎ যা ছাড়া জিনিসটা থাকে না বা ভাবা যায় না, এবং জিনিসটা ছাড়া যা থাকে না বা ভাবা যায় না | 
 +| স৩ | আডিয়া মের এমন ধরণা যা মন তৈরি করে কারণ সে চিন্তাশীল িনিস | 
 +| স৪ | পরপ্ত আইডিয়া তাই যাকে কোো অব্জক্ট ছাড়া শুধু তার নিজের মাধ্যমে বিচার করলে তার মধ্যে একটি সত্য ইডিয়ার সব ধর্ম বা স্বকীয় বৈশিষ্ট্য পায়া যায় | 
 +| স৫ | ডিউরেশন হলো অস্িত্বের অনির্দিষ্ট টিকে থাকা | 
 +| স৬ | বাস্তবতা ও পার্ফেকশন আমার কাছে একই জিনিস | 
 +| স৭ | আলাদা জিনিস মানে সসীম এমন কিছু যার নির্দিষ্ট অস্তিত্ব আছে; যদি একাধিক আলাদা জিনিস একসাথে এমন কাজ করে যে তারা সবাই একটা ফলের একক কারণ, তবে সেদিক থেকে তাদের সবাই এটা একক জিনিস | 
 + 
 +^ নং ^ এক্সিয়ম ^ 
 +| এ১ | মানষের এসেন্সে আবশ্যিক অস্তিত্ব নই, অর্থাৎ প্রকৃতির িন্যাস এমন যে নির্িষ্ট কোনো মানুষ থাকতেও পারে আবার নাও থাকতে পারে | 
 +| এ২ | মানুষ চিন্তা করে | 
 +| এ৩ | যার চিন্তা করা হচ্ছে চিন্তকের মনে তার আইডিা না থাকলে চিন্তাটার রূপও থাকতে পাে না, ভালোবাসা কাা বা মনের অন্য কোনো প্রভাব থাকতে পারে না যদি যাকে ভালোবাা কামনা া অন্য কিছু করা হচ্ছে তার আডিয়া চিন্তকের মনে না থাকে; তবে চিন্তার অন্য কোনো রূপ না থাকলেও আইডিয়া থাকতে পারে | 
 +| এ৪ | আমরা অনুভব করি যে একটা বস্তু অনেকভাবে প্রভাবিত হতে পারে | 
 +| এ৫ | চিন্তার রূপ ও বস্তু ছাড়া আমা সৃষ্ট প্রকৃতির আর কোনো আলাদা জিনিস অনুভব বা প্র্যক্ষ করতে পাি না | 
 + 
 +^ নং ^ প্পজিশন ^ পাণ ^ 
 +| প্র১ | চিন্তা খোদার একটি গুণঅর্থাৎ খোা চিন্তাশীল জিনিস | ১স৪, ১স৫, ১স৬, ১প্র২৫ক | 
 +| প্র২ | ব্যাপ্তি খোদার একটি গণ, অ্থাৎ খোদা ব্যা্ত জিনিস | ১স৪৫, ১স৬, ১পর২৫ক | 
 +| প্র৩ | খোদার মধ্যে অশ্যই তার এসেন্স এবং সে-এসেন্স থেকে আবশ্যিকভাবে আসা সবকিছুর একটা আইডিয়া আছে | প্র১, ১প্র১৫, ১প্র১৬, ১প্র৩২ক, ১প্র৩৫ | 
 +| প্র৪ | খোদার আইডিয়া—া থেে অসংখয রূপে অসংখ্য জিনিস —নিশ্চয়ই ইউনিক | ১প্১৪ক১, ১প্র৩০ | 
 +| প্র৫ | আইডিয়র ফর্মাল অস্তিত্ের কারণ হে পরে শুধু চিন্ক হিসেবে বিবেচিত খোদা,্য কোো গুণে রিিত খোদা নয়; অর্থাৎ খোদার গুণর ও সব আাদা জিনিসের আইডিয়ার কার্যকর করণ তাদর কোো অব্জেক্ট া প্রত্যক্ষ কোনো জিনিস হতে পারে না, হতে পারে শুধু চিনতক হিসবে চিহ্নিত খোদা | ১এ৪, ১প্র২৫, ১প্র১০, প্র৩ | 
 +| প্র৬ | একটি গুণর সব রূপের কারণ খোদা কেবল তখনি যখন খোদাকে সেই গুণের মাধ্যমে ভাবা হয়অন্য কোনো ণ িয়ে নয় | ১এ৪, ১প্র১০ | 
 +| প্র৭ | সব আইডিয়ার বিন্যাস ও সংযোগ আর সব আলাদা জিিসের বিন্যস ও সংোগ এই | ১এ৪ | 
 +| প্র৮ | যেসব আলদা জিনিস বা রূপের অস্তিত্ব নাই তাদের আইডিয়া ভাবতে হয় খোদার অসীম আইডিয়ার মধ্যে, যেভাবে আলাদা জিনিস বা রূপের ফর্মাল এসেন্স থাকে খোদার গুণের মধ্যে | প্র৭ | 
 +| প্র৯ | যে লাদা জিনিসের অস্তিত্ব আসলে আছে তার আইডিয়ার একটি কারণ খোদা, যেখাে খোদকে অসীম হিসেবে ভবা হচ্ছে া বরং অ্তিত্শীল অন্য একটি আলদা জিনিের আইডিয়া দিয়ে পরভাবিত ভাা হচ্ছে, এবং এই দ্বিীয় আইডিয়র কারণও খোদা যখাে তকে তৃতীয় আরেকটি আইডিয়া দিয়ে প্ভাবিত ভাবা হচছে, এবং এই পর্পরা অনন্ত। ১প্র২৮, প্র৬, প্র৭, প্র৮ | 
 +| প্র১০ | সত্ত্ের অস্তিত্ব মানুষের এসেন্সের ভিরে নই, অরৎ সত্ত্ব মানের আদল বানায় না | ১প্৫, ১্র৭স২, এ১ | 
 +| প্র১১ | ানুষর মের বাসতব অস্তিত্ব প্রথমত যা দিয়ে তৈরি তা হো বাস্তব অস্তিত্ব আছে এমন একটি আলদা জিনিসের আইডিয়া | ১প্২১, ১্র২২, এ১, এ২, ২৩, প্র৮ক, প্র১০ক |
  
 ===== রেফারেন্স ===== ===== রেফারেন্স =====
   - স্টিভেন ন্যাডলার, //স্পিনোজা'স এথিক্স: এন ইন্ট্রোডাকশন//, কেম্ব্রিজ ইউনিভার্সিটি প্রেস, ২০০৬।   - স্টিভেন ন্যাডলার, //স্পিনোজা'স এথিক্স: এন ইন্ট্রোডাকশন//, কেম্ব্রিজ ইউনিভার্সিটি প্রেস, ২০০৬।
   - বেথ লর্ড, //স্পিনোজা'স এথিক্স: এন এডিনব্রা ফিলোসফিকেল গাইড//, এডিনব্রা ইউনিভার্সিটি প্রেস, ২০১০।   - বেথ লর্ড, //স্পিনোজা'স এথিক্স: এন এডিনব্রা ফিলোসফিকেল গাইড//, এডিনব্রা ইউনিভার্সিটি প্রেস, ২০১০।
 +  - স্পিনোজা, অনু. এডুইন কার্লি, //এ স্পিনোজা রিডার: দি এথিক্স এন্ড আদার ওয়ার্কস//, প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেস, ১৯৯৪।
   - স্পিনোজা, অনু. স্যামুয়েল শার্লি, //স্পিনোজা: কমপ্লিট ওয়ার্কস//, হ্যাকেট পাব্লিশিং কোম্পানি, ২০০২।   - স্পিনোজা, অনু. স্যামুয়েল শার্লি, //স্পিনোজা: কমপ্লিট ওয়ার্কস//, হ্যাকেট পাব্লিশিং কোম্পানি, ২০০২।
  
  
om/spinoza.1712560546.txt.gz · Last modified: 2024/04/08 01:15 by asad

Donate Powered by PHP Valid HTML5 Valid CSS Driven by DokuWiki