Abekta

Nothing human is alien to me

User Tools

Site Tools


Differences

This shows you the differences between two versions of the page.

Link to this comparison view

Both sides previous revisionPrevious revision
Next revision
Previous revision
om:aesthetics [2024/04/12 06:57] asadom:aesthetics [2024/04/14 03:25] (current) asad
Line 1: Line 1:
 ====== এস্থেটিক্স ====== ====== এস্থেটিক্স ======
-এস্থেটিক্সর িষয় আর্ট, িল্প। শিল্পের সংজঞা দয়ার চেষ্টা চলছে গত আড়াই ার বছর ধরে। আর্ট প্লেটোর মতে অরণ, লস্টয়ের তে অনুভূতির বাহন, ্লইভ বেের মতে অরথপূর্ণ রূপ (১৯১৪),নেদেত্তো ্রোচ'র মতে ইন্টুইশনের প্রকাশ (১৯২০)। কিন্তু কোনো ংজঞাই শিপের ৈচিতয ধরে পারে না। বিশ কের ষাটের দশক থেকে আর্টের সংজ্ঞা প্রধাত দুইভাবে দো হচ্ছে, ফাংশন দিয়ে বা ফর্মুলা দিয়ে। কেউ ে কোকিছু আর্ট হয় দি সমাজে তার নির্দিষ্ট িছু ফংশন থাকে, কেউ বলে াই আর্ট যা নির্দিষ্ট কিছু ফর্ুলা মেনে বনানো। ফাংশনভিতিক সংজ্ঞা একা এমন হতে পারে: আর্ট কিছু ননেস্থেটিক জিনিসের মন বিন্যস যা মূন এস্থেটিক অভিজ্ঞতর জন্ম দেয় (িয়র্ডসি ১৯৮২)। এখে 'মূল্য' গুরুত্পূর্ণ। সবচেয়ে পপুলার ফর্মলাভিত্তিক সংজ্ঞাটি দিয়ছেন জর্জ ডিকি। ডিকির সংজ্ঞা সারুলা, কি্তু তর ে সেটা তার দুর্বলতা া বরং শকতি। ই সংজ্ঞার ভিত্তি শিল্পজগৎিজ্ঞানজগতের মতোই একটা ঐতিহািক ও সামাজিক শিল্জগৎ আছে যার সীমানার ভিতরে আরট উৎপাদন উপভোগ ও মালচনা করা হ। বিজ্ঞনজগতের যেমন কিছু নীতি আছেশিলগতর তেমনি িছু রীতি আছে। তাই আর্ট যা শিল্পী শিল্পজগতের রীতি ুঝে তৈরি করেন তাদের সামনে উপস্থাপনের জন্য যারা সেসব রীতি বুঝে সেই জগতের সদস্য হয়েছেন। এমনও ভবা যায় যে আর্ট হতে হে একইসাথে ফাংশন ও ফর্মলার শর্ত পূরণ করতে হয়+এস্থেটিক্স রুচির দর্শ। র্শনের ই ার প্রশ্ন কটাই: নুষের রুচি কিভাবে কিসের মাধযমে কিসের ন্য তৈি হয়। ক সময় এসথেটিস ব্যস্ত িল ুধুমার আর্ট নিয়ে, এবং বিশেষ কে শিলপ কিভাবে সৌ্দর্যের ুভূতি তৈরি করে তা নিয়ে, কিন্ু া জানি র্ট মানেই িউটি না, আর এসথেটিক অভিজ্ঞা শুধু আর্ট না ং আরো অনেক কিছু থেকে আে পাে, যেমন প্রকৃতি বা খোদ। ইংিশে যাকে 'দি এস্থেটিক' বলা য় বালায় তাকই রুচি বলব। রুি তে ারে এক রনের জমেন্ট, িচুডঅভিজ্ঞা (একসপেরি্স), কোয়ািি, অব্জেক্ট বা মূল্য (ভ্যালু)
  
-ফাংশন ও ফ্মলার সাথে র্ট হওয়ার েকা ্ত োপ করা যায়: িহাস। িপজগতের িতরে র্মলা ও ফাংশন মেে বানানো কোনকিুও তনি র্ট হয় ন তাকে সেই জগতের তিাসে একটা ির্দিট জায়গা া । যেমন কৃষ্ণ রলে লীলেলা ি কে দোষতেমনি পিকাসো নিজের ই পেইন্ট করলেও তা আর্ট হয় আর আমি ঁদনি রাতের ভিন্সেিয়ন বি আঁকলেও তা র্ট হয় না। কারণ পিকাসোর ই ইতিহাসে জায়া য়, ার আগর কোনো শিল্পীর টাই পায়নি+===== রুচি ===== 
 +প্রথে রুচিকে জাজমেন্ট ভেবে শুরু করা যায়। ডেভিড িউম ও তার সমার ব্িিশ অভিজাবাদীা দাবি করেছিলেন, রুচি এক ধরনের অন্তঃস্থ ইন্দ্রিয় যা সব বহিঃস্থ ন্দ্রিয়ের উপর নির্ভরশীল লেও নিছক তদের মষ্টি না। বহিঃসথ ইন্দ্রিয়ের মাধ্যমে রুচি তর সব অব্জক্ট পায়, কিন্তু তার পর নিজের মতো জাজমেনট তৈরি করে। হিউর্ড শ্যফটসবারি ও ফ্রান্সিস হাচিসন ভাতেন রুচি ও নৈতিকতা একই অ্তঃস্থ ইন্দ্রিয়ের প্রডক্ট। আমরা যেভাবে কোনোকিছু সুন্দর মনে করি সেভাবেই কোনো াজকে মহৎ ভাবি। এবং রচি ও নৈিকতার অুভূতি দুইটাই শেষ পর্যনত আমদেরকে 'ুখ'য়। কান্ট রুচি থকে আসা সুখ আর নৈতিকতা থেকে আা সুখের মধ্যে একটা মৌলিক পার্থক্য েখতে পান। নৈতিকতার সুখে সর্থ আছ, রুচির সুখে স্বর্থ ন। কোো াজ নৈতিে ভাো ভবার ধ্যে স্বা্থ আছে, কামনা আছে, ারণ আমরা সেই কাজ বাস্তবে আসলেই কতে বা করাতে চা। কিন্তু োনো মুভি বা মুল যদি রুচির দিক দিয়ে ভালো লাগে, তাহলে সেই ভালোর অনুভূতি থেকে শুধু সুখ নো ছাড়া আর িছু করর থাকে া। রুচি ভাবের ব্যপার, নৈিকতা ভবের। িঃসবার্থ ুখর মধযেই রুচির রস। রুচি বলে শুে শুয়ে অুভব করো, নৈতিকতা বলে উঠে গিয়ে কাজ করো। মনে হে পারে, নিঃসবার্থ সুখ দিে রুচি ব্যাখ্যা করলে রুচির আর 'মূল্য' থাকে না। ঠিক না। সারাদিন কাজ করা আর সারা সন্ধ্যা য়াইন হাতে শুয়ে বসে মুভি দেখা দুেরই মূল্য আছে
  
-===== রারেন্স ===== +শোপনহাওয়ার রুচিকে জাজমেন্ট হিেবে না দেখে এটিচুড িসেবে দেখেন। রুচির জাজমেন্ট না, 'ধ্যান' নিয়ে তিনি চিন্িত। সু্দর বা নান্দনিক কিছু দেখলে া তা ভালো না খারাপ সো চ্ছা দিয়ে জাজ করি া, বরং নিজের ইচকে পুা বিসর্জন দিয়ে সেই জিনিসের নান্দনিকতায় া ভাসাই, এভাবে ইচ্ছাহীন মনোযোগে ভেে যাওয়ার নামই রুচির ধন, এবং এই ধ্যাের মধ্যেই রুচির ূলয, বাইরের আর কনো মূল্যের দরকার নাই। গতে টিে থাকার জনয আমা ব সময় ইচ্ছার জাঁতাকে পিষ্ট হইসারাক্ষণ চ্ছাশক্তি দিয়ে কিছু া কিছু কতে হয়রুচি আমাদেরকে ইচ্ছাতি থেকে মুক্তি দেয়, েবল রুচির সাগরে ভাসার সমই আমরা বিকৃতি ছাড়া বাস্তবতার আসল এসেন্স নুব করতে পারি, এখনেই রুচির মূল্য। কান্টের বার্থহীতার সাথে শোপেনহাওয়ারের চ্ছাহীতা তুলনা করলে রুচির ধারণা আরো স্ট হয়। জ্জ ডিকি এব এটিচুড থিউরিে এটক করছেন এই বলে যেবিশুদধ মোযোগ বা ধযান বলে কিছু নাই, এসথেটিক জিনিস উপভোগ করার সময় কেউই পুরা ভেসে েতে পরে না। ধরুন থিয়োরে 'ওথেল' চলছে; ডিকি বলে, অিয়েন্সের কেউই আসলে পুরা ভেে যাচ্ছেন না, এক মা তার ছলের অভিনয় দেখে গরবি, এক হাজবযাড িজের ওয়াফের গোপন লাভারের কথা ভেবে জেলাস, এক মরালিস্ট নাটকের মরাল নিয়ে উদ্বিগ্ন, আর িয়েটারের মালিক দরশকের ংখযা িয়ে চিন্তিত। আি অবশ্য মনে করি একমাত্র মালিক বাদে বাকি সবাই আসেই ভেসে আছেন, হতে পরে কেউ সাগরে কেউ দীতে কেউ পুকুরেকিন্তু সবাই ভাসছেন
-  - জর্জ ডিি, 'ি নিউ ইন্সটিটিউশনাল থিওরি অফ আর,' ৮ম ইন্ারনেনাল ভিগেনস্াইন িম্োজিয়ামের ্রসিডিং, ১৯৮৩। +
-  - এম সি বিয়ার্ডসলি, 'িডিফাইনিং আ্ট,' //দি স্থেিক য়েন্ট ফ ভিউ//ইথাকা: কর্নেল নিপ্র, ১৯৮২। +
-  - ্লাইভ ল, //আরট//, লন্: চ্যাটো ড উইন্াস, ১৯১৪। +
-  - বেনেদে্তো ক্রোচে,ু. ডি ইন্সি//এস্থেটিক্স//, লনম্যকমিলান, ১৯২০+
  
 +ক্লাইভ বেল শোপেনহাওয়ারের সাথে রুচির ধ্যানের ব্যাপারে একমত, কিন্তু তার মতে এই ধ্যানের মূল্য জীবনের জাঁতাকল থেকে মুক্তি বা বাস্তবতার আসল এসেন্স দেখার মধ্যে না, কারণ জীবন জাঁতাকল না এবং রুচির বস্তু (যেমন, আর্ট) আমাদেরকে বাস্তবতার কোনো এসেন্স আসলে দেখাতে পারে না। বেলের কাছে রুচির ধ্যানের মূল্য 'আবেগের' মধ্যে। আর্ট বা এস্থেটিক অন্য কিছু উপভোগ করার সময় আমাদের আবেগের সাগরে যেসব ঢেউ উঠে তা বেলের মতে জীবনের সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতা। এম সি বিয়ার্ডসলি এই অভিজ্ঞতার বিশদ ব্যাখ্যা দিয়েছেন। আমাদের জীবন অসম্পূর্ণ, খণ্ডিত, জীবনের কোনো মাস্টারপ্ল্যান কাজ করে না, কোনো সার্বিক লজিক নাই, কিন্তু আর্টের মাধ্যমে একটা সম্পূর্ণ সৃষ্টি উপভোগের অভিজ্ঞতা পাওয়া যায়। একটা মুভি শুরু থেকে শেষ পর্যন্ত একটা একক প্ল্যান অনুযায়ী চলে, পুরোটা একসাথে দর্শকের মনে একটা অখণ্ড অভিজ্ঞতা তৈরি করতে পারে। এই অভিজ্ঞতা মনোযোগ দিয়ে অর্জন করার মধ্যেই রুচির মূল্য। বিয়ার্ডসলির এই ব্যাখ্যা অবশ্য সব ধরনের এস্থেটিক অভিজ্ঞতার ক্ষেত্রে খাটে না। তাছাড়া ডিকি মনে করেন, আর্টের মধ্যে এসব গুণ থাকলেও আর্টের অভিজ্ঞতার মধ্যে সেসব গুণ নাও থাকতে পারে। বিয়ার্ডসলি পরে অভিজ্ঞতা থেকে সরে ক্লাইভ বেলের আরো কাছাকাছি গিয়ে রূপ বা ফর্মকে রুচির আসল অব্জেক্ট বলেছিলেন। এস্থেটিক জিনিসের অভিজ্ঞতা আসে তার রূপ থেকে।
 +
 +===== রেফারেন্স =====
 +  - //দ্য রাটলেজ কম্পেনিয়ন টু এস্থেটিক্স//, এডিশন ৩, রাটলেজ, ২০১৩।
  
om/aesthetics.1712926643.txt.gz · Last modified: 2024/04/12 06:57 by asad

Donate Powered by PHP Valid HTML5 Valid CSS Driven by DokuWiki