স্ট্যান্ডার্ড মডেল

ইউনিভার্সের সব এলিমেন্টারি পার্টিকেলের মধ্যে ইন্টারেকশন ব্যাখ্যা করার জন্য পার্টিকেল ফিজিক্সের দুইটা থিওরি একসাথে করে বানানো হয়েছে স্ট্যান্ডার্ড মডেল। ইলেক্ট্রোউইক থিওরি ব্যাখ্যা করে ইলেক্ট্রোম্যাগ্নেটিক ফোর্স এবং উইক ফোর্স, কোয়ান্টাম ক্রোমোডায়নামিক্স ব্যাখ্যা করে স্ট্রং ফোর্স। একমাত্র গ্র্যাভিটি এই মডেলে আঁটানো যায় না। ইলেক্ট্রোউইক ও ক্রোমোডায়নামিক্স দুইটাই এক ধরনের গেজ থিওরি। গেজ থিওরি সব ধরনের ইন্টারেকশন বর্ণনা করে কণার এক্সচেঞ্জ দিয়ে। স্ট্যান্ডার্ড মডেলের মূল কণাগুলো নিচে দেখানো হয়েছে।

প্রতিটা কণার রেস্ট ম্যাস দেয়া আছে মেগা ইলেক্ট্রন ভোল্টে। ম্যাসের নিচে আছে চার্জস্পিন