ইন্টারন্যাশনাল সেলেস্টিয়াল রেফারেন্স সিস্টেম (আইসিআরএস) বর্তমানে আকাশের যেকোনো বস্তুর কোঅর্ডিনেট নির্ধারণ করার সবচেয়ে স্ট্যান্ডার্ড সিস্টেম। এই সিস্টেম ঠিক করা হয়েছে ইন্টারন্যাশনাল সেলেস্টিয়াল রেফারেন্স ফ্রেমের (আইসিআরএফ) মাধ্যমে। আইএইউ সিস্টেমটি মনিটর করার দায়িত্ব দিয়েছে ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন এন্ড রেফারেন্স সিস্টেমস সার্ভিসকে। ২০০১ সাল থেকে এই দায়িত্ব যৌথভাবে পালন করে প্যারিস অব্জার্ভেটরি ও ইউনাইটেড স্টেটস নেভাল অব্জার্ভেটরিতে অবস্থিত আইইআরএস-এর দুইটি আইসিআরএস প্রডাক্ট সেন্টার, এবং ভেরি লং বেজলাইন ইন্টারফেরোমেট্রি‘র জেওডেসি ও এস্ট্রোমেট্রি সার্ভিস।
আইসিআরএফের অরিজিন আমাদের সোলার সিস্টেমের ব্যারিসেন্টার। এই অরিজিন থেকে আর দুটি বিন্দুর দিক নির্ধারণ করলেই ফ্রেমটি কমপ্লিট হয়ে যায়। বিন্দু দুটি হলো নর্থ সেলেস্টিয়াল পোল এবং রাইট এসেনশনের অরিজিন যা নিচে দেখানো হয়েছে ১৯৯৮-এর আগে প্রচলিত দুটি সিস্টেম এফকে৫ এবং জে২০০০.০-এর সাপেক্ষে।
ব্যারিসেন্টার থেকে দুই পোলের দিকে টানা রেখাটিই এই নতুন ফ্রেমের এক্সিস, আর এই এক্সিসের সাথে পার্পেন্ডিকুলার যে-প্লেন অরিজিন দিয়ে যায় তাই হচ্ছে ফান্ডামেন্টাল বা প্রিন্সিপাল প্লেন। সোলার সিস্টেমের প্রিসেশন ও নুটেশনের সর্বাধিক মডেলের উপর ভিত্তি করে বানানো এই প্লেন জে২০০০.০ সিস্টেমের মিন ইকুয়েটরের খুব কাছাকাছি। এই প্লেনের যে-বিন্দু থেকে রাইট এসেনশন হিসাব করা হয় সেটাই রাইট এসেনশনের অরিজিন। এই ফিগারের লেজেন্ড ও ব্যাখ্যা নিচে দেয়া হলো।
ফিগারে দেখা যাচ্ছে, আইসিআরএস-এর পোল এফকে৫-এর পোল থেকে মাত্র ২০ মিলিআর্কসেকেন্ড (mas) দূরে যা এফকে৫-এর এররের সমান। সুতরাং এফকে৫-এর এরর সীমার মধ্যে দুই সিস্টেমের তেমন পার্থক্য নাই। রাইট এসেনশনের অরিজিনও দুই সিস্টেমে ২০ মিলিআর্কসেকেন্ডের মধ্যে আছে এবং জে২০০০.০-এর মার্চ ইকুইনক্স পয়েন্টও এদের থেকে খুব বেশি দূরে না। ফিগারে পোল থেকে ০ ঘণ্টার ($0$ h) দিকে যে-রেখা টানা হয়েছে তা সরাসরি আইসিআরএস সিস্টেমে রাইট এসেনশনের অরিজিনের দিকে যায়। এই দিক থেকে অন্য দুই সিস্টেমে রাইট এসেনশনের অরিজিন বেশি দূরে না।
ভিএলবিআই ক্যাটালগে ২৩টি রেডিও সোর্সের পজিশনের উপর ভিত্তি করে রাইট এসেনশনের অরিজিন প্রথমে হিসাব করা হয়েছিল। আর এই ক্যাটালগ বানানো হয়েছিল ১২২৬+০২৩ নামে পরিচিত কোয়েজারটির রাইট এসেনশন তার এফকে৫ ভ্যালুতে স্থির করার মাধ্যমে।