মহাবিশ্বের জন্ম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত মানুষের সম্পূর্ণ ইতিহাসের নাম মহাইতিহাস বা বিগ হিস্টরি। এটা মহাবিশ্বের ইতিহাস না, মানুষের ইতিহাস। মহাবিশ্ব এত বিশাল যে তার ইতিহাস লিখতে চাওয়ার স্পর্ধা আমাদের পক্ষে এখনো করা সম্ভব না। তাই আমরা মহাবিশ্বের চৌদ্দ বিলিয়ন বছরের প্রেক্ষাপটে নিজেদের গল্পটা লিখতে পেরেই আপাতত সন্তুষ্ট। মানুষের এই কসমিক ইতিহাসকে সাতটি যুগে ভাগ করে দেখা যায়: গ্যাস, গ্যালাক্সি, তারা, গ্রহ, কেমিকেল, জীব ও কালচার যুগ। সাত ভাগে ভাগ করার ধারণাটি এরিক চেসনের এপিক অফ এভলুশন থেকে নেয়া হয়েছে, তবে প্রথম যুগের নাম ‘পার্টিকেল’ না রেখে আমি রেখেছি ‘গ্যাস’ কারণ ‘গ্যাসের’ সাথে ‘কেওসের’ মিল আছে।