====== লাইট ইয়ার (লাই) ====== আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তা ১ লাইট ইয়ার বা আলোকবর্ষ বা লাই। আলোর বেগ সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার। এই বেগে এক বছর চললে যত দূর যাওয়া যায় তার পরিমাণ $$ 1 \text{ ly} \equiv 9.46\times 10^{12} \text{ km} $$ অর্থাৎ প্রায় ১০ ট্রিলিয়ন কিলোমিটার।