====== লাগ্রাঞ্জ পয়েন্ট ====== কোনো তারার চারদিকে একটা গ্রহের অর্বিটের আশপাশে এমন পাঁচটা বিন্দু আছে যেখানে কোনো অব্জেক্ট বা স্পেসক্রাফট সুস্থির থাকতে পারে। আঠার শতকের ইতালিয়ান এস্ট্রোনমার জোসেফ-লুই লাগ্রাঞ্জের নামে এই পাঁচ বিন্দুর নাম রাখা হয়েছে লাগ্রাঞ্জ পয়েন্ট। এদেরকে $L_1$, $L_2$, $L_3$, $L_4$ ও $L_5$ হিসেবে লেখা হয়। নিচের ছবিতে সূর্যের চারদিকে পৃথিবীর অর্বিটের আশপাশের পাঁচ এল-পয়েন্ট দেখানো হয়েছে। {{https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ee/Lagrange_points2.svg/901px-Lagrange_points2.svg.png?nolink&600}} এই ফিগারের কন্টুরগুলো দিয়ে ইফেক্টিভ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল দেখানো হয়েছে যা তৈরি হয় একটা রোটেটিং রেফারেন্স ফ্রেমে দুইটি বডির গ্র্যাভিটি ও কেন্দ্রবিমুখী বলের ইন্টারেকশনের কারণে।